কুমিল্লার উনাইসারে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

inside-post

কুমিল্লায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে কুমিল্লা নগরীর উনাইসার এলাকায়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসের চালক মো. হানিফ বলেন, তিনি জিহান প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি বাস চালান। বুধবার (৬ ডিসেম্বর) রাতে এই বাসেই ঘুমিয়ে ছিলাম আমি। আনুমানিক ৪টার দিকে বাসে আগুন জ্বলতে দেখে দরজা খুলিয়ে লাফিয়ে পড়ি। কোনরকমে জীবনটা বাঁচিয়ে চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি আরও বলেন, যখন লাফদিয়ে বাড়িয়ে পড়েছি তখন একটা লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি। ওই লোকটাকে আমি চিনি না।

কুমিল্লার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, বুড়িচংয়ের রামপুর এলাকার জিহান ফুটওয়ার কোম্পানির স্টাফ বাসে আগুন দেয়া হয়েছে। এটি দিনে স্টাফদের আনা নেয়া করে রাতে উনাইসার এলাকায় পার্কিং করে রাখা হয়। ভোরে চালক ওই গাড়িতে ঘুমিয়ে ছিলেন। কেউ আগুন লাগিয়ে দিলে তিনি লাফিয়ে জীবন রক্ষা করেন।

এসময় স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ২৯ নভেম্বর রাত আড়াইটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিন বাসে, ১৮ নভেম্বর রাত সোয়া ১১টার দিকে নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনের সড়কে পাপিয়া ট্রান্সপোর্ট নামের একটি বাসে, ১৬ নভেম্বর শহরের ঢুলিপাড়া মোড়ে ভাঙা বিল্ডিং এলাকায় আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত ছয়টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। যার সব গুলোই পার্কিং অবস্থায় ছিল।

আরো দেখুন