কুমিল্লার মুরাদনগরের জামিনার নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম

ডেস্ক রিপোর্ট:

inside-post

কুমিল্লার মুরাদনগর থেকে জামিনা নামে এক গর্ভবতীকে নিয়ে তার পরিবার ঢাকায় মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারে আসেন। সমস্যা ছিলো তলপেটে ব্যথা। হিস্ট্রি আর রিপোর্ট দেখে জানা যায়, জামিনা ৩৩ সপ্তাহের কিছু বেশি সময়ের গর্ভবতী। তার গর্ভে তিন বাচ্চা। আগে দুটো সন্তান আছে তার, দুটোই নরমাল ডেলিভারি করিয়েছিলেন বাসায়।

ভর্তির পর পরীক্ষা করে দেখা যায় এবারও নরমাল ডেলিভারি সম্ভব। তবে শঙ্কার বিষয় এবার গর্ভে তিন বাচ্চা এবং প্রেগন্যান্সিও ৩৩ সপ্তাহের!

সব অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১২টা ৩৭ মিনিটে প্রথম বাচ্চা (১৪৯০ গ্রাম) পৃথিবীর আলো দেখলো, এরপর ১২টা ৪০ মিনিটে দ্বিতীয় বাচ্চা (১১৫০ গ্রাম) এবং ১২টা ৪৭ মিনিটে তৃতীয় বাচ্চা (১০৯০ গ্রাম)।

লো বার্থ ওয়েট ও প্রি টার্ম তিন বাচ্চাকে (এক ছেলে ও দুই মেয়ে) এম এফ এস টি সি’র স্কানুতে (স্পেশাল কেয়ার নিউ বর্ন ইউনিট) ভর্তি করা হয়েছে।