নিমসার বাজারের ইজারা পেলেন বিএনপি নেতা আব্দুল জলিল।
দেশের দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার ইজারার দরপত্রের মাধ্যমে ৫ কোটি ২৮ লক্ষ ৮৯ হাজার ৯ শত ১৫ টাকায় পেলেন কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ড বজ্রপুর এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দুল জলিল। জানা যায়, আব্দুল জলিল জাতীয়তাবাদী দল বিএনপি নেতা।
তিনি গতকাল বুধবার কুমিল্লা বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের কাছ থেকে তার বৈধ ইজারাদারের কাগজপত্র গ্রহণ করেন।
বৃহত্তর এই দৈনিক নিমসার কাঁচা বাজার পরিচালনাকালে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
