নির্বাচন বাতিলের দাবিতে যে কর্মসূচি ঘোষণা করল বিএনপি
ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার (৩০ জানুয়ারি। সারা দেশের মহানগর, থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভায় এ কর্মসূচি পালন করবে দলটি।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, নিত্যপণ্যের দাম কমানো এবং অবৈধ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দুপুর আড়াইটার দিকে বিএনপির নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন।
এ সময় তাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির এই কর্মসূচিতে যোগ দেন স্থানীয় নেতাকর্মীরা।
মিছিল ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসেছেন নেতাকর্মীরা। তাদের হাতে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন।
মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক সময়