প্রতিহিংসা-ষড়যন্ত্র আর নিন্দুকদের জল্পনা- কল্পনার মুখে ছাঁই: এমপি বাহার

ডেস্ক রিপোর্ট:

inside-post

গুজব-অপপ্রচার, প্রতিহিংসা-ষড়যন্ত্র আর নিন্দুকদের জল্পনা- কল্পনার মুখে ছাঁই। কুমিল্লা-৬ (সিটি কর্পোরেশন, আদর্শ সদর) আসনে বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহারই হলেন নৌকার কান্ডারী। সকল চক্রান্ত ডিঙ্গিয়ে আবারও প্রমানিত হলো কুমিল্লায় বঙ্গবন্ধু কন্যার সবচেয়ে আস্থার মানুষটি হলেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারের মনোনয়ন নিয়ে দলীয় নেতাকর্মী এমনকি সচেতন সমাজে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ ছিল না। কিন্তু একটি চিরচেনা কুচক্রী মহলের অপপ্রচার থামছিল না। গতকাল রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণার পর থেকে সদর উপজেলার ৬ ইউনিয়নসহ পুরো নগরজুড়ে উচ্ছ্বাসে মেতে উঠে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে অভিনন্দনের বন্যা। গতকাল রবিবার বাদ এশা শুকরিয়া জানিয়ে র কুমিল্লা সিটি কর্পোরেশন ও সদর উপজেলার মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এদিকে,রবিবার (২৬ নবেম্বর) বিকেলে আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণার পর সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়ায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন, কোন চক্রান্তই কুমিল্লার অগ্রগতি ও আমাকে থামাতে পারবে না। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মী, আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী। আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি নিয়ে করি। আমি কুমিল্লার উন্নয়নে, কুমিল্লার মানুষের মঙ্গলে সারা জীবন কাজ করে আসছি। আমি কুমিল্লার মানুষকে ভালোবাসি। কুমিল্লার মানুষও আমাকে ভালোবাসে। আবারো প্রমাণ করলেন, প্রিয় নেত্রীর আস্থা আমার প্রতি সবচেয়ে বেশি। কুমিল্লাবাসীর কাছে দোয়া চাই আজীবন যেন তাদের মঙ্গলে কাজ করে যেতে পারি।

জানা যায়, কুমিল্লা জেলার হৃদপিন্ড খ্যাত এ আসন এক সময় বিএনপির ঘাঁটি ছিল। দলটির সাবেক নেতা ও নৌপরিবহন মন্ত্রী প্রয়াত লে. কর্নেল (অব) আকবর হোসেন এ আসন থেকে বারবার নির্বাচিত হন। ১৯৭৩ সালের পর থেকে ২০০৮ পর্যন্ত এ আসনে কখনো আওয়ামী লীগ বিজয়ী হতে পারেনি। ২০০৮ সালেই প্রথম বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বহুল কাখিত আসনটি আওয়ামী লীগকে উপহার দেন। ২০১৪ ও ২০১৮ সালেও বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। হাজী বাহার বর্তমানে মহানগর আওয়ামী লীগেরও সভাপতি। আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ, গ, মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এমপি বাহারকে ঘিরে সুসংগঠিত।

বিগত সময়ে বিএনপি-জামায়াসহ বিরোধী দলগুলোর আন্দোলন মোকাবিলা, দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও দলের তৃণমূল পর্যায়ে বৃহৎ পরিসরে সম্মেলন করে কমিটি গঠনে ভূমিকা রেখেছেন এমপি বাহাউদ্দিন বাহার। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাসহ এলাকায় ব্যাপক উন্নয়নও করেছেন। করোনাকালে মানুষের পাশে ছিলেন। কুমিল্লা নামে বিভাগ করার দাবি জানিয়ে দেশে-বিদেশে জনমত সৃষ্টিতেও ব্যাপক ভূমিকা রাখছেন। একারণে তাঁর রয়েছে আকাশচুম্বি জনপ্রিয়তা। রাজনৈতিক সচেতন মহল বলছে, বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়া সময়ের ব্যাপারমাত্র।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সদস্য এড. আমিনুল ইসলাম টুটুল বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় ও সুদক্ষ সংগঠক হাজী বাহার এমপির হাতে আবারও নৌকা প্রতীক তুলে দিয়েছেন এতে কুমিল্লার মানুষ উচ্ছ্বসিত। ইনশাল্লাহ, কুমিল্লাবাসী এবার প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহারকে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ ভোটে চতুর্থবারের মতো নির্বাচিত করবে।

আরো দেখুন