মনোনয়ন না পেয়ে দাউদকান্দি চেয়ারম্যানের স্ট্যাটাস ‘প্রস্তুত হোন, খেলা হবে’
ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে দাউদকান্দি উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আলী সুমন তার ব্যক্তিগত ফেসবুকে নেতাকর্মীদের উদ্দেশ্যে লিখেছেন, ‘সবাই প্রস্তুত হোন, খেলা হবে ইনশাআল্লাহ’।
মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়নের আশায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করেন।
রোববার (২৬ নভেম্বর) রাতে তিনি পোস্টটি করেন। সোমবার (২৭ নভেম্বর) সকালে স্ট্যাটাসের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন মোহাম্মদ আলী সুমন।
মোহাম্মদ আলী সুমন বলেন, আমার বাবা এ আসনের ৩ বারের সংসদ সদস্য। এ আসনে আমাদের বড় ধরণের ভোটব্যাংক আছে। আমার বাবা এবং আমি দুজনেই মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাদের দেওয়া হয়নি। আমাদের পরিবার থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী হব। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্বতন্ত্র প্রার্থী হতে কোনো বাধা নেই। তাই এ সিদ্ধান্ত।
কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর।