লাকসামের কৃতি সন্তান ড. রশীদ আহমেদ হোসাইনীকে ফুলেল শুভেচ্ছা
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত হওয়ায়
লাকসামের কৃতি সন্তান ড. রশীদ আহমেদ হোসাইনীকে ফুলেল শুভেচ্ছা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সদস্য ও নেক্সাস গ্রুপের চেয়ারম্যান, কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের কৃতি সন্তান ড. রশীদ আহমেদ হোসাইনী ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত হওয়ায় সোমবার ডাকসু ভবনের ২য় তলায় শুভেচ্ছা জ্ঞাপন ও পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ড. রশীদ আহমেদ হোসাইনী। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মরত লাকসাম মনোহরগঞ্জ পরিবারের পক্ষ থেকে ড. রশীদ আহমেদ হোসাইনীকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক লাকসামের কৃতি সন্তান অধ্যাপক ড. মুহাম্মাদ জহিরুল ইসলাম। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক লাকসামের কৃতিসন্তান অধ্যাপক ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ। এসময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।