নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি সম্মেলন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে প্রতিটি কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের স্থান দিতে হবে। কোন আওয়ামী লীগের দোষার যেন কমিটিতে স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

inside-post

কমিটিতে আসার পর কেউ যদি চাঁদাবাজি, টেন্ডারবাজ, দখলবাজি করে এমন কোন অভিযোগ পাওয়া গেলে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে।

যারা ১৬টি বছর আওয়ামী লীগের দুঃশাসনে নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে।

আমরা চাই প্রতিটা ইউনিয়নে সততা এবং স্বচ্ছতার সাথে কমিটি টি গুলো হোক।

গতকাল মঙ্গলবার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সম্মেলন গুলোর উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাদুল বারি আবু।
প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মো: আমিরুজ্জামান আমির,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাঙ্গলকোট সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো: মেজাহিদ চৌধুরী,
এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য রইচ আব্দুর রব, তরিকুল আহমেদ ভূঁইয়া সুজন,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাঙ্গলকোট বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল হক।

আরো দেখুন