১০ প্রার্থীকে নিয়ে ইসিকে যে নির্দেশনা দিলো আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট:

inside-post

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির ১০ প্রার্থীকে ‘কবুতর’ প্রতীকে ভোটগ্রহণের সুযোগ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।

গত ২৭ ডিসেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ সংক্রান্ত একটি আদেশ দেন।

গণতন্ত্রী পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল। নির্বাচন কমিশনে দলটির সভাপতি আরশ আলী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আলাদাভাবে কমিটির নাম দাখিল করেন। কিন্তু বিভক্তির কারণে ইসি দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয় এবং তাদের দাখিল করা সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।

এরপর ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আরশ আলী মনোনীত ভূপেন্দ্র চন্দ্র ভৌমিকসহ ৭ জন প্রার্থী। পরে দলটির নিবন্ধন বাতিল ও আগ্রহী প্রার্থীদের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে পরে আপিল বিভাগে আবেদন করে ইসি।

এরমধ্যে গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেনসহ তিন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পৃথক রিট করেন। তবে সে রিট শুনানির আগেই তারা আপিল বিভাগে নির্বাচন কমিশনের সঙ্গে পক্ষভুক্ত হন। আপিল বিভাগের চেম্বার আদালত উভয় পক্ষের আবেদনের শুনানি করে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।

নির্বাচনে আরশ আলী মনোনীত সাত প্রার্থী হলেন ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক (কিশোরগঞ্জ-১), মো. আশরাফ আলী (কিশোরগঞ্জ-২), দেলোয়ার হোসেন ভূঁইয়া (কিশোরগঞ্জ-৩), মো. মোজাম্মেল হোসেন ভূঁইয়া (নীলফামারী-৩), মিহির রঞ্জন দাশ (সুনামগঞ্জ-২), মো. খায়রুল আলম (পাবনা-৩) ও মো. মতিউর রহমান (খুলনা-২)।

শাহাদাত হোসেনের মনোনীত তিন প্রার্থী হলেন শাহাদাত হোসেন (ঢাকা-৮), মঞ্জুরুল ইসলাম (বগুড়া-৪) ও হাফিজুর রহমান মিন্টু (ঢাকা-৫)।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির ১০ প্রার্থীকে ‘কবুতর’ প্রতীকে ভোটগ্রহণের সুযোগ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
গত ২৭ ডিসেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ সংক্রান্ত একটি আদেশ দেন।

গণতন্ত্রী পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল। নির্বাচন কমিশনে দলটির সভাপতি আরশ আলী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আলাদাভাবে কমিটির নাম দাখিল করেন। কিন্তু বিভক্তির কারণে ইসি দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয় এবং তাদের দাখিল করা সব প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।

এরপর ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন আরশ আলী মনোনীত ভূপেন্দ্র চন্দ্র ভৌমিকসহ ৭ জন প্রার্থী। পরে দলটির নিবন্ধন বাতিল ও আগ্রহী প্রার্থীদের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে পরে আপিল বিভাগে আবেদন করে ইসি।

এরমধ্যে গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেনসহ তিন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পৃথক রিট করেন। তবে সে রিট শুনানির আগেই তারা আপিল বিভাগে নির্বাচন কমিশনের সঙ্গে পক্ষভুক্ত হন। আপিল বিভাগের চেম্বার আদালত উভয় পক্ষের আবেদনের শুনানি করে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।

নির্বাচনে আরশ আলী মনোনীত সাত প্রার্থী হলেন ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক (কিশোরগঞ্জ-১), মো. আশরাফ আলী (কিশোরগঞ্জ-২), দেলোয়ার হোসেন ভূঁইয়া (কিশোরগঞ্জ-৩), মো. মোজাম্মেল হোসেন ভূঁইয়া (নীলফামারী-৩), মিহির রঞ্জন দাশ (সুনামগঞ্জ-২), মো. খায়রুল আলম (পাবনা-৩) ও মো. মতিউর রহমান (খুলনা-২)।

শাহাদাত হোসেনের মনোনীত তিন প্রার্থী হলেন শাহাদাত হোসেন (ঢাকা-৮), মঞ্জুরুল ইসলাম (বগুড়া-৪) ও হাফিজুর রহমান মিন্টু (ঢাকা-৫)।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।

আরো দেখুন