কুমিল্লায় ৭টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডেস্ক রিপোর্ট:

inside-post

কুমিল্লা-১ (দাউদকান্দি ও তিতাস) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে। তিনি ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান। তিনি পেয়েছেন ২৩ হাজার ৬৭৩ ভোট।

কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মজিদ। তিনি ৪৪ হাজার ৪১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ। তিনি পেয়েছেন ৪২ হাজার ৪৫৩ ভোট।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঈগল প্রতীক নিয়ে ১০ হাজার ৯ শত ৫৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঈগল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার পেয়েছেন ৮৩ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ আসনের দুই বারের সংসদ সদস্য নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ১৪ ভোট।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি ৯৬ হাজার ৮০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল। তিনি পেয়েছেন ৮১ হাজার ২৮৭ ভোট।

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন কেটলি প্রতীকের প্রার্থী এম এ জাহের। তিনি ৬৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের প্রার্থী সাজ্জাদ হোসেন। তিনি পেয়েছেন ৬১ হাজার ৫২২ ভোট।

কুমিল্লা-৬ আসনে (আদর্শ সদর) বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী প্রাণ গোপাল দত্ত। তিনি ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ টিটু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট।

দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এ জেড এম শফিউদ্দিন শামীম। তিনি ২ লাখ ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এইচ এম ইরফান। তিনি পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. তাজুল ইসলাম। তিনি ২ লাখ ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট।

কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আ হ ম মুস্তফা কামাল। তিনি ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী জোনাকী হুমায়ুন পেয়েছেন ৮ হাজার ৫৪৭ ভোট।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. মুজিবুল হক। তিনি ১ লাখ ৮১ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান। তিনি পেয়েছেন ২২ হাজার ৭০০ ভোট।

আরো দেখুন