বিএনপির নতুন কর্মসূচির কথা শুনে যা বললেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

inside-post

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ বন্দি নেতাকর্মীদের মুক্তি, সংসদ বাতিলের দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে বিএনপির কালো পতাকা মিছিলের কর্মসুচী ঘোষণা করেছে বিএনপি। এর প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনকে হাসি- তামাশার বিষয় বানিয়ে ফেলেছে।

তাদের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণাও দেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, কারো স্বীকৃতির আশায় বসে নেই সরকার। রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, বিএনপিকে আবার পাঁচ বছর অপেক্ষা করতে হবে। কোনো আন্দোলন করে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের কথা বলেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গেও। এছাড়া নতুন সরকারকে কোন দেশ স্বীকৃতি দিলো তা নিয়ে আওয়ামী লীগ ভাবছে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখতে সরকার কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের।

আরো দেখুন