বিজিপিসহ ৩৩০ নাগরিককে মিয়ানমারে হস্তান্তর
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীসহ ৩৩০ জন নাগরিককে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় টেকনাফের নীলা ও বান্দরবানের ঘুমধুম থেকে ১৪ টি বাসে করে কঠোর নিরাপত্তায় তাদেরকে নেয়া হয় ইনানীতে। হস্তান্তরের লক্ষ্যে ইনানী সৈকতসহ সীমান্ত এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সেন্টমার্টিন টেকনাফ রুটের পর্যটকবাহী দুটি জাহাজে করে মিয়ানমারের পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মিয়ানমারের সংশ্লিষ্টরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করেন। চলতি মাসের শুরুতে মিয়ানমারের আরাকান সেনা ও বিজিপির সাথে বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে টিকতে না পেরে সীমান্ত চকি ছেড়ে দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে বিজিপির সদস্যরা।