সংরক্ষিত নারী আসনে আ.লীগের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন-
১. পঞ্চগড়ের রেজিয়া ইসলাম,
২. ঠাকুরগাঁওয়ের দ্রৌপদী দেবী আগরওয়াল,
৩. নীলফামারীর আশিকা সুলতানা,
৪. জয়পুরহাটের ডা. রোকেয়া সুলতানা,
৫. নাটোরের কোহেলি কুদ্দুস,
৬. চাঁপাইনবাবগঞ্জের জারা জাবীন মাহবুব,
৭. খুলনার রুনু রেজা,
৮. বাগেরহাটের ফরিদা আক্তার বানু,
৯. বরগুনার ফারজানা সুমি,
১০. ভোলার খালেদা বাহার বিউটি,
১১. পটুয়াখালীর নাজনীন নাহার রশীদ,
১২. নরসিংদীর ফরিদা ইয়াসমিন,
১৩. ময়মনসিংহের উম্মি ফারজানা ছাত্তার,
১৪. নেত্রকোণার নাদিয়া বিনতে আমিন,
১৫. জয়পুরহাটের মাহফুজা সুলতানা,
১৬. ঝিনাইদহের পারভীন জামান,
১৭. কুমিল্লার আরমা দত্ত,
১৮. সাতক্ষীরার লায়লা পারভীন,
১৯. খুলনার বেগম মন্নুজান সুফিয়ান,
২০. গোপালগঞ্জের বেদৌরা আহমেদ সালাম,
২১. ঢাকার শবনম জাহান,
২২. ঢাকার পারুল আক্তার,
২৩. ঢাকার সাবেরা বেগম,
২৪. বরিশালের শাম্মী আহমেদ,
২৫. ঢাকার নাহিদ ইজাহার খান,
২৬. ফরিদপুরের ঝর্না হাসান,
২৭. মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা,
২৮. ঢাকার শাহিদা তারেখ দীপ্তি,
২৯. ঢাকার অনিমা মুক্তি গমেজ,
৩০. ঢাকার শেখ আনার কলি পুতুল,
৩১. নরসিংদীর মাসুদা সিদ্দীক রোজী,
৩২. টাঙ্গাইলের তারানা হালিম,
৩৩. টাঙ্গাইলের বেগম শামসুর নাহার,
৩৪. গাজীপুরের মেহের আফরোজ,
৩৫. টাঙ্গাইলের অপরাজিতা হক,
৩৬. ঢাকার হাছিনা বারী চৌধুরী,
৩৭. গোপালগঞ্জের নাজমা আকতার,
৩৮. সিলেটের রুমা চক্রবর্তী,
৩৯. লক্ষ্মীপুরের ফরিদুন্নাহার লাইলী,
৪০. লক্ষ্মীপুরের আশ্রাফুন নেছা,
৪১. নোয়াখালীর কানন আরা বেগম,
৪২. চট্টগ্রামের শামীমা হারুন,
৪৩. নোয়াখালীর ফরিদা খানম,
৪৪. চট্টগ্রামের দিলোয়ারা ইউসুফ,
৪৫. চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান,
৪৬. রাঙ্গামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ,
৪৭. ঢাকার সানজিদা খানম,
৪৮. রংপুরের মোছা. নাছিমা জামান (ববি)।