বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের নবীণ বরণ অনুষ্ঠান

বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের নবীণ বরণ অনুষ্ঠান
সৌরভ মাহমুদ হারুন
” কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে ” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৪ ইং নবীণ বরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

inside-post

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, অধ্যক্ষক মোঃ মোস্তাফিজুর
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টার এবং পরিচালনা করেন বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাকটর মোঃ সালেহ আহমেদ ফাহিম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ সুজন চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন,মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অহিদুর রহমান,অধ্যাপক অহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার এরশাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, সুপার হরিপুর সুফিয়া ইসলামী কমপ্লেক্সের সুপার মোঃ জাকারিয়া খান সৌরভ, সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলাম চৌধুরী প্রমূখ। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এলাকার বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

আরো দেখুন